এক রঙিন সুতোর বন্ধন, এক রঙিন সম্পর্কের বন্ধন! ছোটবেলায় ফিরে যায় অঙ্কিতা।
নজরবন্দি ব্যুরোঃ কাজের চাপে এখন আর রাখির দিনটায় বাড়ি ফেরা হয় না অঙ্কিতার। অনলাইনে রাখি পছন্দ করতে করতে মনটা বেশ খারাপ লাগছিল তাই। তবু এই দিনটা সবসময়ই বিশেষ।
কাল রাখি। ভাইয়ের হাতে রাখি বেঁধে দেওয়া হবেনা ঠিকই, তবে ভাইকে রাখি পাঠাতে ভোলে কি করে? মিষ্টি একটা রাখি পছন্দ করলো সে। দ্রুত আঙুল চালিয়ে মোবাইল ফোনে অর্ডার প্লেস করলো। ঠিকানার জায়গায় দিলো বাড়ির ঠিকানা। ফার্স্ট ডেলিভারি অর্ডার করলো। গোটা প্রক্রিয়া সম্পূর্ন করে খানিক চুপ করে বসে রইলো।
এক এক করে মনে পড়ে যাচ্ছিলো ছোটবেলার দিনগুলো। একটা রঙিন সুতোর মিষ্টি দেখতে রাখি বেঁধে দিচ্ছে ভাইয়ের হাতে। যেখানেই থাক, এই দিনটা শুধু ভাইয়ের জন্যই। ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো সে। ভাই এবং বোনের জন্য এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ। এক রঙিন সুতোর বন্ধন, এক চিরন্তন রঙিন সম্পর্কের বন্ধন!
কাল রাখি। ভাইয়ের হাতে রাখি বেঁধে দেওয়া হবেনা ঠিকই, তবে ভাইকে রাখি পাঠাতে ভোলে কি করে? মিষ্টি একটা রাখি পছন্দ করলো সে। দ্রুত আঙুল চালিয়ে মোবাইল ফোনে অর্ডার প্লেস করলো। ঠিকানার জায়গায় দিলো বাড়ির ঠিকানা। ফার্স্ট ডেলিভারি অর্ডার করলো। গোটা প্রক্রিয়া সম্পূর্ন করে খানিক চুপ করে বসে রইলো।
এক এক করে মনে পড়ে যাচ্ছিলো ছোটবেলার দিনগুলো। একটা রঙিন সুতোর মিষ্টি দেখতে রাখি বেঁধে দিচ্ছে ভাইয়ের হাতে। যেখানেই থাক, এই দিনটা শুধু ভাইয়ের জন্যই। ভাবতে ভাবতে চোখ বন্ধ করলো সে। ভাই এবং বোনের জন্য এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ। এক রঙিন সুতোর বন্ধন, এক চিরন্তন রঙিন সম্পর্কের বন্ধন!

No comments