Header Ads

নরম রঙিন স্পঞ্জ আর চিকচিকে কাগজ বেঁধে দেয় এক শক্ত সুতোর বন্ধন।

নজরবন্দি ব্যুরোঃ এবছর রাকেশ বাড়ি থেকে দূরে। মনটা ভালো নেই মিমির। প্রতি বছর দাদার হাতে এই দিনটায় রাখি পড়ায় মিমি। এবছর আর তা হবে হবে। ফোনেই রাখির উইস করতে হল। সকাল ১১টা। ডোরবেল বাজার শব্দ। দরজা খুলতে এগিয়ে গেল মিমি। এক মুহূর্ত যেন সব চুপচাপ। চমক কাটতেই খুশিতে চিৎকার করে উঠলো মিমি। দরজায় রাকেশ। সারাটা দিন দারুন হুল্লোর করেছে মিমি আর রাকেশ। দাদার হাতে রাখি পড়িয়েছে। পেয়েছে এক ইয়া বড় তুলতুলে টেডি বিয়ার। দুপুরে কবজি ডুবিয়ে পোলাও আর কষা মাংস। এভাবেই প্রতিটা বছর বলে যায়, রাখি এক দৃঢ় বন্ধন। নরম রঙিন স্পঞ্জ, আর চিকচিকে কাগজ বেঁধে দেয় এক শক্ত সুতোর বন্ধন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.