Header Ads

ভাইয়ের হাতে ছোট্ট একটা রাখি! এক নিবিড় বন্ধন!

নজরবন্দি ব্যুরোঃ ভাই এবং বোন! এক অবিচ্ছেদ্য সম্পর্কের বন্ধন। ভালোবাসা, দায়িত্ববোধ, আত্মিক অন্তরঙ্গতার জমাট বাধা রূপ ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক উদযাপনের হয়তো কোনো নির্দিষ্ট তারিখ হয় না। তবে নির্দিষ্ট কোনো দিনকে একটা মিষ্টি সম্পর্কের জন্য তুলে রেখে স্মরণীয় একটা দিন কাটানোই যায়। সেরকমই এক বিশেষ দিন হল রাখীবন্ধন। ভাইয়ের হাতে রাখী পড়িয়ে দিয়ে তার দীর্ঘায়ু কামনা করা। এক ছোট্ট মঙ্গল অনুষ্ঠান। তবু তার রেশ থেকে যায় গোটা জীবনটা জুড়ে।

আগামী ২৬শে আগস্ট রাখি বন্ধন উপলক্ষে নজরবন্দির বিশেষ নিবেদন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.