মেগা সিরিয়ালের মেগা জট কাটাতে হস্তক্ষেপ দিদি-র!
নজরবন্দি ব্যুরো: মেগা সিরিয়ালের মেগা জট কাটাতে অবশেষে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ,বুধবার সকাল ১১ টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডাকেন তথ্য ও সাংস্কৃতিক দপ্তর। কিন্তু সেই বৈঠক আচমকা বাতিক করা হয়।
জানানো হয়, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে নবান্নে বৈঠক হবে। আর ওই গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী সহ বেশকিছু আধিকারিক। যুযুধান দুই পক্ষকে নিয়ে হাজির হবেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
প্রসঙ্গত, চলতি মাসের ১৯ তারিখ থেকে প্রযোজক ও আটিস্ট ফোরামের বিতর্কে টলি পাড়ায় সমস্ত মেগা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন টিভি অনুষ্ঠানের মেগার নতুন এপিসোড দেখানো বন্ধ হয়ে যায়। আর এর ফলে সমস্যায় পড়েন চ্যানেল কর্তৃপক্ষ থেকে দর্শকরা।
অনেক বৈঠকের পরেও সমাধান সূত্র মেলেনি এতদিন। তাই শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রীকে। সরকারের এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন দর্শকরা।
প্রসঙ্গত, চলতি মাসের ১৯ তারিখ থেকে প্রযোজক ও আটিস্ট ফোরামের বিতর্কে টলি পাড়ায় সমস্ত মেগা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন টিভি অনুষ্ঠানের মেগার নতুন এপিসোড দেখানো বন্ধ হয়ে যায়। আর এর ফলে সমস্যায় পড়েন চ্যানেল কর্তৃপক্ষ থেকে দর্শকরা।
অনেক বৈঠকের পরেও সমাধান সূত্র মেলেনি এতদিন। তাই শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রীকে। সরকারের এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন দর্শকরা।

No comments