Header Ads

খুশির ঈদে আনন্দ করছে গোটা দেশ। আর শ্রীনগরে উড়ল আইএস এবং পাকিস্তানের পতাকা!


নজরবন্দি ব্যুরোঃ  খুশির ঈদের আনন্দ করছে গোটা দেশ। কিন্তু ঠিক এর বিপরীত পরিস্থিতি উপত্যকায়। জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে আজ উড়ল আইএস এবং পাকিস্তানের পতাকা। খুন হয়েছেন এক পুলিশকর্মী।
গোটা দিনে একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা।বুধবার ঈদের নমাজের পর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে বিচ্ছিন্নতাবাদী সহ-জঙ্গিদের মদতদাতারা। শ্রীনগর ছাড়াও অনন্তনাগেও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ।

 পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয় বাহিনীকে।পুলিশ সূত্রে খবর, বুধবারের নমাজের পর শ্রীনগরের বেশ কয়েকটি জায়গায় পাকিস্তানের পতাকা ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের পতাকা ওড়ায় অনেকে। 


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.