রাখী বন্ধন ও ইতিহাস।
বানী পণ্ডিতঃ রাখী বন্ধন বা
রক্ষা বন্ধন যাই বলিনা কেন, অপূর্ব পবিত্র এই শব্দ বন্ধ শ্রবনের শেষ পূর্ণিমায়
হলুদ রেশমের সুতোয় বাঁধা পড়ে স্নেহ-প্রেম-মর্যাদা ও ভ্রাতৃত্ব ।ভারতীয় সভতার বিকাশলগ্ন থেকেই এই উৎসবের উপস্থিতি লক্ষ্যনীয়।
ভারতীয় পুরান,মহাকাব্য এমনকি ইতিহাসও তার সাক্ষ্য
দেয়। বিষ্ণু পুরানে দৈত্যরাজ বালির হাতে রাখী বেঁধেছিলেন বিষ্ণুপত্নি লক্ষ্মী।
মহাভারতে কুরুেক্ষত্র যুদ্ধে যাবার আগে কৃষ্ণের হাতে রাখী বাঁধেন দ্রোপদী বা
অভিমুন্যর হাতে রানীমা কুন্তি।
ইতিহাসে দেখি ৩২৬ খ্রীস্টপুবব্দে হিদাসপিসের
যুদ্ধে প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও পুরু এবং আলেক্সজান্ডার পারস্পারিক শ্রদ্ধার কারণই
ছিল এই পবিত্র রাখী। ১৫৩৫ এ চিতোর রানী কর্ণবতী মোঘল বাদশাহ হুমায়ুন কে রাখী পাঠিয়ছিলেন
এই আর্জি নিয়ে যে বাহাদুর শাহর হাত থেকে চিতোর রক্ষা করতে হবে। হুমায়ুন রাখীর
মর্যাদা রেখে রানীর কথা রেখেছিলেন, যদিও শেষ রক্ষা হয়নি।
আবার ১৯০৫-এ বঙ্গভঙ্গ
নামন ব্রিটিশের নোংরা রাজনীতির বিরুদ্ধে অস্ত্র হিসেবে কবিগুরু বেছে নিয়েছিলেন এই
রাখি-বন্ধন কেই, হিন্দু-মুসলমানদের মিলন ঘটাতে। এবং তিনি তাতে সফল হয়েছিলেন।
আজ একবিংশ শতকে বিশ্বব্যাপি ধর্মীয় আগ্রাসনের
বিরুদ্ধে রাখি-বন্ধন এক সুন্দর সমাধান হতেই পারে।

No comments