অবশেষে কাটতে চলেছে মোহনবাগান নির্বাচনের জট।
নজরবন্দি ব্যুরোঃ অবশেষে কাটতে চলেছে মোহনবাগান নির্বাচনের জট? শনিবার বেঙ্গল ক্লাবে কলকাতা হাইকোর্ট
নিযুক্ত তিন প্রাক্তন বিচারপতিদের সঙ্গে মোহনবাগানের দুই যুযুধান গোষ্ঠীর বৈঠক হয়ে
গেল।
অঞ্জন মিত্রের অনুসারী গোষ্ঠী এবং টুটু বসুর অনুসারী গোষ্ঠীদের সঙ্গে আলোচনার
পরে স্থির হয়েছে, আগামী
মঙ্গলবারের সংবাদমাধ্যমে মোহনবাগানের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা
হবে। তারপরেই ক্লাবে ভোটার তালিকা প্রকাশ করা হবে।
যদি ক্লাবের কোনও বৈধ ভোটারের
নাম সেই তালিকা থেকে বাদ পড়ে, তাহলে তিনি সাত দিনের মধ্যে আবেদন জানাতে পারেন। এই বিষয়ে
পরবর্তী বৈঠক হবে আগামী ১৫ সেপ্টেম্বর। হয়তো সেদিনই নির্বাচনের দিন ঘোষণা করে
দেবে। তবে সূত্রের খবর দুর্গাপুজোর সপ্তাহখানেক আগেই হয়ে যেতে পারে
নির্বাচন।

No comments