Header Ads

আবার টেলিভিশনে ফিরছেন এস আর কে।


নজরবন্দি ব্যুরোঃ ০১৫-‌তে শেষবার টেলিভিশন শো-‌এ উপস্থাপক হিসেবে এসেছিলেন শাহরুখ খান। স্টার প্লাস চ্যানেলে এই ধারাবাহিকের নাম ছিল '‌টেড টক ইন্ডিয়া নয়ি সোচ'‌। আসলে এটি একটি টক শো, যেখানে নতুন ধ্যান ধারণার সন্ধান দেন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বরা।
যেমন, গতবার এই টক শোয় বক্তব্য রেখে গেছেন জাভেদ আখতার, করণ জোহর, সুন্দর পিচাই, একতা কাপুর প্রমুখ। সেই কারণেই এই ধারাবাহিকের স্লোগান ছিল '‌ডোন্ট কিল আইডিয়াজ'‌। এবার আবার টেলিভিশনে ফিরে আসছে সেই শো, '‌টেড টক ইন্ডিয়া নয়ি সোচ সিজন ২'‌ নামে। এবং আবার এই শোয়ের উপস্থাপক হয়ে টেলিভিশনে ফিরতে চলেছেন শাহরুখ খান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.