পিছিয়ে গেল কাজল অভিনীত ছবি হেলিকপ্টার ইলার মুক্তির দিন
নজরবন্দি ব্যুরোঃ পরিচালক প্রদীপ সরকারের পরিচালনাতে এবং অভিনেত্রী কাজল অভিনীত ছবি হেলিকপ্টার ইলার মুক্তির দিন পিছিয়ে দেয়া হলো ।
এই ছবিটি মুক্তি পাবে ৭ ই সেপ্টেম্বরের জায়গায় ১২ ই অক্টোবর । ছবিটির মুখ্যপাত্র জানিয়েছেন প্রদীপ সরকার ডেঙ্গি জ্বরে আক্রান্ত তাই তিনি সুস্থ্য না হওয়া অব্দি অজয় দেবগন পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করতে চাইছেন না ।

No comments