বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! টিএমসিপি-র দিকে আঙুল।
নজরবন্দি ব্যুরো: আচমকা পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা। চলতি মাসের ২৮ তারিখে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে।
বাম ছাত্র সংগঠন এসএফআই-এর অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের চাপে এই পরীক্ষা পিছনো হয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি-র ছাত্র সংগঠন।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগাস্ট । কলকাতায় হবে বড় মাপের জমায়েত। আর ওই দিনেই ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজামিনেশন নোটিশ দিয়ে পরীক্ষা বাতিলের কথা জানায়। তবে পরীক্ষার পরিবর্তিত তারিখ কবে হবে তা জানানো হয় নি। পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হল সে সম্পর্কে উপাচার্য কিছু বলতে চাননি।

No comments