Header Ads

ডিকার হ্যাটট্রিকে পুলিশের ব্যারিকেড ছিন্নভিন্ন

রানা মিত্রঃ বড় ম্যাচের ঠিক আগে জ্বলে উঠলো মোহনবাগান,আর এর পিছনে যার অবদান তিনি ডিপন্ডা ডিকা l তার হ্যাটট্রিকের জোরে আজ মোহনবাগান ৫-০গোলে হারিয়ে দিলো পশ্চিমবঙ্গ পুলিশ কে l

ম্যাচ শুরুর দুমিনিট থেকেই গোল করা শুরু ডিকার,এরপর ম্যাচের ৩২মিনিটে সবুজমেরুন দলের পক্ষে ব্যবধান বাড়ান বৃত্ত,এই দুই গোলেই হাফ টাইম পর্যন্ত এগিয়ে ছিল শঙ্করলাল চক্রবর্তীর দল l

আবার দ্বিতীয়ার্ধের শুরুতেই মেহেতাবের কর্ণার থেকে হেডে তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন আজকের ম্যান অব দি ম্যাচ ডিকা ! এরপর ইনজুরি টাইমে ৯৪মিনিটে তিনি হ্যাটট্রিক সম্পন্ন করেন l এর মাঝে বাগানের হয়ে আরও একটি গোল করেন হেনরি l

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.