Header Ads

বাগানের বড় জয়। ডিকার হ্যাটট্রিকে ছিন্নভিন্ন পুলিশের ব্যারিকেড।

রানা মিত্রঃ বড় ম্যাচের ঠিক আগে জ্বলে উঠলো মোহনবাগান,আর এর পিছনে যার অবদান তিনি ডিপন্ডা ডিকা।  তার হ্যাটট্রিকের জোরে আজ মোহনবাগান ৫-০গোলে হারিয়ে দিলো পশ্চিমবঙ্গ পুলিশ কে ।
ম্যাচ শুরুর দুমিনিট থেকেই গোল করা শুরু ডিকার,এরপর ম্যাচের ৩২মিনিটে সবুজমেরুন দলের পক্ষে ব্যবধান বাড়ান বৃত্ত,এই দুই গোলেই হাফ টাইম পর্যন্ত এগিয়ে ছিল শঙ্করলাল চক্রবর্তীর দল।
আবার দ্বিতীয়ার্ধের শুরুতেই মেহেতাবের কর্ণার থেকে হেডে তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন আজকের ম্যান অব দি ম্যাচ ডিকা ! এরপর ইনজুরি টাইমে ৯৪মিনিটে  তিনি হ্যাটট্রিক সম্পন্ন করেন।  এর মাঝে বাগানের হয়ে আরও একটি গোল করেন হেনরি ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.