পরেশ অধিকারীর বিশ্বাসঘাতকতার জাল ছিঁড়ে গ্রাম পঞ্চায়েতের দখল নিল বামফ্রন্ট!
নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে বাম জামানার খাদ্য মন্ত্রী এবং ফরওয়ার্ড ব্লকের নেতা পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিয়ে ছিলেন। কিন্তু তাঁর নিজের এলাকায় পঞ্চায়েত বোর্ড এলো না শাসক দলের হাতে। পরেশ-বাবুর খাস তালুক বলে পরিচিত মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েত। এমনটাই কথিত ছিল যে, এই গ্রাম পঞ্চায়েতের সবাই নাকি পরেশ-বাবুর কথাতেই চলতো।
নিজের মেয়ের চাকরির কথা ভেবে তৃণমূলে যোগ দেন পরেশ-বাবু। আর তৃণমূলের ধারণা ছিল পরেশ-বাবু তৃণমূলে এলেই ওই এলাকার দখল নিতে পারবে শাসক দল। কিন্তু পরেশ-বাবু এলেই তাঁর অনুগামীরাও আসবেন, এই হিসেবটা ধাক্কা খেল শনিবার। মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের দখল নিল বামফ্রন্ট। প্রধান হলেন ফরওয়ার্ড ব্লকের সুনীল বর্মন ও উপপ্রধান সিপিআই(এম) এর জোৎস্না বর্মন।
নিজতরফ গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৯টি। তারমধ্যে ফরওয়ার্ড ব্লক ৩ টি, সিপিআই(এম) ২ টি, কংগ্রেস ১টি আসন পায়। তৃণমূল কংগ্রেস পেয়েছিল একটি এবং বিজেপি দুটি আসন। এ দিন ফরওয়ার্ড ব্লক ও সিপিআই(এম) কে সমর্থন করে কংগ্রেস। ফলে পিছু হটতে হল তৃণমূলকে। স্থানীয় বাম নেতৃত্ব জানিয়েছেন, পরেশ-বাবু দল পরিবর্তন করলেও মানুষ বামফ্রন্টের সঙ্গেই রয়েছেন।

No comments