Header Ads

'অন্দরমহল' ছাড়ছেন 'পরমেশ্বরী' কনীনিকা !


নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই জট কেটে শ্যুটিং শুরু হয়েছে তবে তারই মাঝে এল আরও একটি দুঃসংবাদ শোনা যাচ্ছে 'অন্দরমহল' ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন সকলের প্রিয় 'পরমেশ্বরী' কনীনিকা বন্দ্যোপাধ্যায়
তবে বাংলা ধারাবাহিকের শ্যুটিংয়ের এই ডামাডোলের মধ্যেই কেন এমন সিদ্ধান্ত নিলের কনীনিকা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নের জবাবে শোনা গেল নানান ধরনের খবর। এমনকি শোনা যাচ্ছিল অভিনেত্রী মা হতে চলেছেন সে কারণেই তিনি নাকি 'অন্দরমহল' ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে খবরটা সত্যি কিনা তা যাচাই করতে  এক প্রথমসারির সংবাদ মাধ্যম কে বলেন   '' হ্যাঁ 'আন্দরমহল' আমি আর একমাস বাদে আমি ছেড়ে দিচ্ছি। তবে সেটা শারীরিক অসুস্থতার কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তবে যেটা শোনা যাচ্ছে (অন্তঃসত্ত্বা) সেটা এক্কেবারেই সঠিক নয়। চিকিৎসকরা আমায় বিশ্রাম নিতে বলেছেন সেকারণেই ছাড়ছি।'' 


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.