Header Ads

রাখীর বন্ধন।



চৈতালী রায়ঃ   বাদলকে অনেকটা পথ যেতে হবেপ্রতি বছর দিনটি এলে মনটা কেমন উদাস হয়ে যায়পাহাড়ের অন্ধকার পথতার উপর আজ সারাদিন বৃষ্টি হয়েছেপথ পিছল হয়ে গেছেচিতরের রানী কর্ণবতী হুমায়ুনকে গুজরাট সুলতান বাহাদুর শাহের কাছ থেকে তার রাজ্য রক্ষা করার জন্য ভাতৃত্বের নিদর্শন স্বরূপ একটি রাখী  পাঠিয়েছিলেন
কিন্তু শেষ রক্ষা না হওয়ায় তার সঙ্গীদের নিয়ে কর্ণবতী অগ্নিকুণ্ডে ঝাঁপ দেনহুমায়ুন ভালোবাসার চিহ্ন স্বরূপে কর্ণবতীর সন্তানকে রাখী পাঠিয়েছিলেনতার মায়ের সম্মান রাখতে না পারার দুঃখ প্রকাশ করেছিলেনরবীন্দ্রনাথ ঠাকুরের রাখীবন্ধন উৎসব , "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...ইতিহাসের কত কথা মনে পড়ে বাদলেরঠাকুমা মহাভারতের গল্প শোনাতেন শ্রীকৃষ্ণের হাতে রক্তপাত হলে দ্রোপদী  তাঁর  শাড়ির এক খণ্ড  ছিড়ে শ্রীকৃষ্ণের হাতে বেধেঁ দিয়েছিলেন
এই জন্যই দৌপদীর বস্ত্র হরনের সময় শ্রীকৃষ্ণ তার পরনে যে বস্ত্র দান করেছিলেন তার কোন শেষ ছিল নাআজও সর্ব ধর্ম নির্বিশেষে অঙ্গীকার পাল্টায়নিরাখী শুধু ভাইবোন নয়..... মৈত্রীর প্রতীক দিনটি এলে কোথা থেকে এক বীভৎস টান অনুভব করে বাদলশুধু বাদল নয় বাদলের মত কত ভাই হাজার বিবাদ সত্বেও এই দিনটিতে বোনের হাতে রাখী পেতে চায়আবার বৃষ্টি শুরু হল

অপেক্ষায় প্রহর গুনতে গুনতে কখন পাহাড়ের বের হওয়া ক্ষয়িঞ্চু পাথরের তলায় ঘুমিয়ে পড়েছিল বাদল জানতেই পারে নিঘুম ভাঙলে রুদ্ধশ্বাসে চলতে থাকে বাদলকখনও দৌড়াতে গিয়ে পাথরের কোনায় কেটে যায় কখনও ক্ষত মারাত্মক হয়আজ পাঁচ বছর ধরে ফেরারী বাদলএখন সে মাওবাদী তকমা পেয়েছে বাড়ি পৌঁছালো বাদল দরজায় কড়া নাড়তে প্রদীপের আলো সামনে নিয়ে বোনের মুখটা দেখে যে পরম শান্তি অনুভব করলো তা সমস্ত দুখ কষ্ট প্রলেপ দিতে যথেষ্ট
ঘরে ঢুকলে বোন তার হাতে রাখী বেঁধে দিলতার পছন্দের কত খাবার রেধেছেতৃপ্তি করে খাওয়া শুরু করতেই পুলিশের কড়া নাড়ার শব্দউঠে দাঁড়ালো বাদলবাপ মা মরা বোনটার দিকে  তাকালোবোন হাতটা ধরে পিছনের গুপ্ত পথ দিয়ে বের করে দিলবাইরে পুলিশের গুলির শব্দ,ভিতরের ঘরে এক বোন দাদার জীবনের জন্য প্রার্থনা করতে লাগলো, বিশ্বাস করলো তার রাখী দাদাকে ঠিক বাঁচিয়ে দেবে।।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.