জাতীয় রাজনীতির তিক্ততা ভুলে কংগ্রেস ও বিজেপি এক হয়ে আটকে দিল তৃণমূলকে!
নজরবন্দি ব্যুরো: জাতীয় রাজনীতিতে একে ওপরের প্রতিপক্ষ। কিন্তু স্থানীয় স্তরে রাজ্যের শাসক দল তৃণমূলকে রুখতে জোট গঠন করল কংগ্রেস ও বিজেপি। এই ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে, মেখলিগঞ্জ এর ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে আটকাতে বিজেপির সমর্থনে গ্রাম পঞ্চায়েতের দখল নিল কংগ্রেস। অবশ্য উপ প্রধান পদে জয় পেয়েছেন তৃণমূলের প্রার্থী।
মেখলিগঞ্জের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১০। এর মধ্যে ৫টি যায় তৃণমূলের দখলে। বাকি ৫টির মধ্যে ৩টি বিজেপি ও ২টি পায় কংগ্রেস। শনিবার ছিল ওই পঞ্চায়েতের বোর্ড গঠন।
ভোটাভুটিতে দেখা যায় বিজেপি ও কংগ্রেস এক হয়ে গিয়েছে। ফলে উভয় পক্ষের দখলে থাকে ৫টি করে আসন। শাসক ও বিরোধীদের সমসংখ্যক আসনের কারণে বোর্ড গড়তে টস হয়। টসে জিতে যায় বিরোধীরা।
এর ফলে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন কংগ্রেসের মৃত্যুঞ্জয় সিংহ সরকার। উপ-প্রধান পদে টসে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, মেখলিগঞ্জ এর ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে আটকাতে বিজেপির সমর্থনে গ্রাম পঞ্চায়েতের দখল নিল কংগ্রেস। অবশ্য উপ প্রধান পদে জয় পেয়েছেন তৃণমূলের প্রার্থী।
মেখলিগঞ্জের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১০। এর মধ্যে ৫টি যায় তৃণমূলের দখলে। বাকি ৫টির মধ্যে ৩টি বিজেপি ও ২টি পায় কংগ্রেস। শনিবার ছিল ওই পঞ্চায়েতের বোর্ড গঠন।
ভোটাভুটিতে দেখা যায় বিজেপি ও কংগ্রেস এক হয়ে গিয়েছে। ফলে উভয় পক্ষের দখলে থাকে ৫টি করে আসন। শাসক ও বিরোধীদের সমসংখ্যক আসনের কারণে বোর্ড গড়তে টস হয়। টসে জিতে যায় বিরোধীরা।
এর ফলে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন কংগ্রেসের মৃত্যুঞ্জয় সিংহ সরকার। উপ-প্রধান পদে টসে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

No comments