Header Ads

রাজনীতির ময়দানে এবার প্রিয়াঙ্কা! কি ভাবছে কংগ্রেস শিবির?

নজরবন্দি ব্যুরোঃ আগামী লোকসভা নির্বাচন কংগ্রেস নের্তৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। ২০১৪ সালের নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হতে হয়েছে। সারা দেশে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে।
তারপর ধীরে ধীরে শেষ কয়েকটি নির্বাচনে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে কংগ্রেস।
তাই এবারের লোকসভা ভোটই হতে চলেছে অগ্নিপরীক্ষা। কংগ্রেস সূত্রে শোনা যাচ্ছে, আগামী ভোটে সোনিয়া গান্ধী রায়বরেলি থেকে নাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রিয়াঙ্কা সেই আসন থেকে লড়তে পারেন।
আবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আমেঠি থেকেই লড়বেন। এটা মোটামুটি নিশ্চিত। প্রিয়াঙ্কা মায়ের জায়গায় লড়লে তা এবারের নির্বাচনে বড় চমক হবে। রাহুল এই নিয়ে পরপর চারবার আমেঠি থেকে লড়বেন। এর আগে ২০০৪, ২০৯, ২০১৪ সালে লোকসভায় রাহুল আমেঠি থেকে দাঁড়িয়ে জিতেছেন।

 প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে পুরোপুরি রাজনীতিতে নামবেন এই প্রচেষ্টা শেষ কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। তবে প্রিয়াঙ্কা দলের হয়ে প্রচার করলেও, সক্রিয় রাজনীতিতে গা ঘামাননি এতদিন। তিনি প্রতিবার মা ও দাদার হয়ে প্রচার সেরেছেন। এবার হয়ত সেই ধারাবাহিকতা ভাঙতে চলেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.