Header Ads

হাজারের বেশি মদের দোকানের লাইসেন্স দেবে সরকার!

নজরবন্দি ব্যুরো: এবার রাজ্যের মদ ব্যবসায়ীদের জন্য বড় খবর শোনালো তৃণমূল সরকার। জানা গিয়েছে, বহু বছর পর পশ্চিমবঙ্গে প্রায় এক হাজারেরও বেশি মদের দোকানের লাইসেন্স দিতে চলেছে রাজ্য সরকার। কার্যত এই খবরে মদ ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া।
এমন খবর জানানো হয়েছে আবগারি দপ্তর সুত্রে। আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, চলতি বছরে পুজোর পর এই লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে। পুজোর পর থেকে প্রায় ১১০০ লাইসেন্স দেওয়া হবে। আর এর ফলে পুজোর পর রাজ্যের রাজস্বের পরিমাণ অনেক বাড়তে পারে বলে ধারনা বিশেষজ্ঞ মহলের। 

রাজ্য সরকার সুত্রে জানা গিয়েছে যে, রাজ্যে ১১০০ টি লাইসেন্স শুধুমাত্র অফ শপগুলিই পাবেন। এই লাইসেন্স অন শপগুলির জন্য বরাদ্দ হবে না। উল্লেখ্য, এই লাইসেন্স লটারির মাধ্যমে দেওয়া হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.