Header Ads

ক্ষমতা থাকলে তাঁদের বিরুদ্ধে অনাস্থা এনে দেখাক! চ্যালেঞ্জ অশোক ভট্টাচার্যের।

নজরবন্দি ব্যুরো: " তৃণমূলের মন্ত্রী গৌতম দেব করুণার পাত্র! কিছুদিন আগে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ঠিকমতো উত্তর দিতে না পারায় মুখ্যমন্ত্রীর ধমক খেয়েছিলেন তিনি। তাঁর প্রতি একটু করুণা হয়। এর পাশাপাশি রাজ্যে আর একজন মন্ত্রী আছেন, তিনি এখানকার নন।
তাঁর দপ্তরের নাম হওয়া উচিত শিলিগুড়ির ফাইল আটকাও মন্ত্রী।" এভাবেই চেনা মেজাজে রাজ্যের দুই মন্ত্রীর সমালোচনা করলেন মেয়র তথা সিপি আই(এম) নেতা অশোক ভট্টাচার্য।এর পরে তিনি বলেন ক্ষমতা থাকলে তাঁদের বিরুদ্ধে অনাস্থা নিয়ে-এসে দেখাক তৃণমূল।

প্রসঙ্গত, রাজ্যের প্রায় সমস্ত পুরবোর্ড ও পঞ্চায়েত দখল করে নিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু অনেক চেষ্টা করেও সিপিআই(এম) এর হাত থেকে শিলিগুড়ি বোর্ডের দখল নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। উল্টে তৃণমূল বিরোধীদের নিয়ে বিশেষ করে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিআই(এম) শিলিগুড়ির রাস নিজেদের হাতে রাখতে সমর্থ হয়েছে। কিন্তু এবার কংগ্রেসের ইন্ধনে তৃণমূল কোমর বাঁধছে সিপিআই(এম) কে ক্ষমতা থেকে সরাতে!
আর এই লক্ষ্যে পূরণে তৃণমূল হাতিয়ার করছে ওখানকার দুর্নীতিকে। জানা গিয়েছে, শিলিগুড়ির হাউজিং ফর অল প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে বামেদের বিরুদ্ধে। এই অভিযোগেই কংগ্রেসের প্রস্তাব মেনে অনাস্থা আনতে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শক্তিকে একজোট করেই বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি পুরসভার ক্ষমতা কাড়তে ঘুঁটি সাজানো হচ্ছে। শিলিগুড়ি পুরসভায় অনিয়মের অভিযোগ ইতিমধ্যেই একজোট হয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এমনকি কংগ্রেসও সরব হয়েছে বাম-পুরবোর্ডের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ও বিজেপিও সিপিআই(এম) তথা বাম পুরবোর্ডের বিরুদ্ধে সরব।
 গত মাসের অধিবেশনে মেয়র অশোক ভট্টাচার্যকে বেশ চাপে পড়ে গিয়ে ছিল বিরোধীদের সম্মিলিত প্রতিবাদে। ওইদিন মেয়রের সামনেই তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে কংগ্রেসের পরিষদীয় দলনেতা সুজয় ঘটক বলেন, তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনুক। আমরা সেই প্রস্তাবকে সমর্থন করব। কংগ্রেসের এই প্রস্তাবে বেশ চাপে মেয়র অশোক ভট্টাচার্য। এরপর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম দেবের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে সব বাম বিরোধী শক্তিকে একত্রিত করে অনাস্থা আনতে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.