ব্লু হোয়েলের পর এবার মোমো! মরতে বাধ্য হবেন গেমার।
নজরবন্দি ব্যুরোঃ ব্লু হোয়েলের মারণ গ্রাসে মৃত্যু হয়েছে অসংখ্য গেমারের। এবার মৃত্যু নুয়ে হাজির আরেক নতুন গেম, তার নাম 'মোমো'।
হোয়াটস অ্যাপে ভাইরাল হয়েছে মোমো নামক গেমটি। গেমে অংশ নিতে চাইলে প্রথমে একটি অজানা নম্বরে মোমো লিখে পাঠাতে হবে। এর পরেই সে গেমের পার্টিসিপ্যান্ট হয়ে যাবে। এবার গেমারের কাছে আসতে থাকবে একের পর এক চ্যালেঞ্জ। মোবাইলে আসবে বিভিন্ন গা শিউরে ওঠা ছবি।
ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ছবি। এক মহিলার ছবি এটি। তার চোখ ঠিকরে বেরোচ্ছে। ছড়ানো ঠোঁট। দেখলেই আঁতকে উঠবে যে কেউ। গেমের যত শেষ দিকে এগোবে গেমার ততই মারণ খেলার তীব্রতা বাড়বে। শেষ পর্যন্ত এমন কোনো চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যা পূরণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে গেমারকে।
হোয়াটস অ্যাপে ভাইরাল হয়েছে মোমো নামক গেমটি। গেমে অংশ নিতে চাইলে প্রথমে একটি অজানা নম্বরে মোমো লিখে পাঠাতে হবে। এর পরেই সে গেমের পার্টিসিপ্যান্ট হয়ে যাবে। এবার গেমারের কাছে আসতে থাকবে একের পর এক চ্যালেঞ্জ। মোবাইলে আসবে বিভিন্ন গা শিউরে ওঠা ছবি।
ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ছবি। এক মহিলার ছবি এটি। তার চোখ ঠিকরে বেরোচ্ছে। ছড়ানো ঠোঁট। দেখলেই আঁতকে উঠবে যে কেউ। গেমের যত শেষ দিকে এগোবে গেমার ততই মারণ খেলার তীব্রতা বাড়বে। শেষ পর্যন্ত এমন কোনো চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যা পূরণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে গেমারকে।

No comments