Header Ads

বিরোধী জোটে ভাঙন, মোদী শরণে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: ২০১৯-এর নির্বাচনে বিজেপিকে বেগ দিতে রাহুল গান্ধীর নেতৃত্বে গড়ে উঠেছে মহাজোট। এবার সেই বিরোধী জোটে বড় ধাক্কা। এআইএডিএমকের পর এনডিএর পাশে দাঁড়ানোর বার্তা দিল আরও একটি দক্ষিণি দল।
শনিবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বলে খবর। তিনি জানান, দরকারে ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর এনডিএ-কে সমর্থন করতে কোনও আপত্তি নেই তাঁদের। গতকাল,শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কে চন্দ্রশেখর রাও।
বিশেষ সূত্রের দাবি, সেখানেই তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো কেসিআর জানান, ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে জোট করলে ফল খারাপ হতে পারে।
 তবে ভোটের পর প্রয়োজনে বিজেপিকে সমর্থন করতে তাদের কোনও অসুবিধা নেই। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে ১১ দফা দাবি পত্র জমা দিয়েছেন চন্দ্রশেখর রাও। দাবিগুলি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.