অবিশ্বাস্য ছাড় বিমানের টিকিটে! জেনেনিন কোন সংস্থা দিচ্ছে এই ছাড়
নজরবন্দি ব্যুরোঃ শনিবার থেকে সীমিত সময়ের জন্য বাজেট এয়ারলাইন 'গোএয়ার' বিভিন্ন রুটের প্রায় প্রায় ১০ লক্ষ আসনে অত্যন্ত বেশি পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে। এরপরে আরও ছাড়ের সুযোগ থাকছে।
পেটিএম-এর মারফত পেমেন্ট করলে ২৫০ টাকা পর্যন্ত আরও ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 'গোএয়ার'-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে ৩০০০ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ ডিলও পাওয়া যাবে। জুমকারে ২০ শতাংশ ছাড় বা ১১০০ টাকা অবধি ছাড় পাওয়া যাবে।
আর মিন্ত্রার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ২৫০০ টাকা বা তার বেশি খরচ করলে ৭৫০ টাকার ছাড় মিলবে। বাজেট এয়ারলাইন ভারতের মোট ২৩টি বিমানবন্দরের মধ্যে প্রতি সপ্তাহে ১৫৪৪টি করে বিমান চালায়।

No comments