Header Ads

আবার ঘেরাও আন্দোলনের কর্মসূচী নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

নজরবন্দি ব্যুরোঃ আবার ঘেরাও আন্দোলনের কর্মসূচী নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। হোস্টেল ফিরিয়ে দেওয়ার দাবিতে ফের অবস্থান আন্দোলনে প্রেসিডেন্সির  পড়ুয়ারা।

 বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, হিন্দু হোস্টেল সংস্কারের জন্য ২০১৫ সালে নেওয়া হয়েছিল। স্থানান্তরিত করা হয়েছিল হিন্দু হোস্টেলের পড়ুয়াদের। এবছর ১৫ জুলাই কাজ শেষে হোস্টেল ফিরিয়ে দেওয়ার কথা ছিল। পয়লা আগস্ট থেকে পড়ুয়ারা ফের হিন্দু হোস্টেলে থাকতে পারবেন, এমনই জানানো হয়েছিল। তবে রাতারাতি পড়ুয়ারা জানতে পারেন, হোস্টেলের কাজ এখনও শেষ হয়নি।

আরও ৬ মাস সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের আবেদন ছিল, যেটুকু অংশে কাজ হয়েছে, তা দিয়ে দেওয়া হোক। কর্তৃপক্ষ এই আবেদন না মানলে ক্ষুব্ধ পড়ুয়ারা আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.