Header Ads

ইংল্যান্ড সফররত ভারতীয় দলের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ বিজয় মালিয়ার!

নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ড সফররত ভারতীয় দলের সঙ্গে দেখা করতে চাইলেন বিজয়  মালিয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর সতীর্থদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন 'লিকারব্যারন'।

পলাতক মালিয়া এসবিআই-সহ ভারতের মোট ১৭টি ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিলেন। কিন্তু তা শোধ না করেই ২০১৬ সালের মার্চে দেশ ছেড়ে পালান তিনি। ভারতে তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয়েছে। তবুও তিনি দেশে ফেরেননি। এমনকী ওই ঋণ ফেরত দেওয়ার জন্য কোনও পদক্ষেপও করেননি।
বর্তমানে ইংল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনে আছেন মালিয়া। স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, সেখানেই টিম ইন্ডিয়ার সঙ্গে দেখা করতে চাইলেন তিনি। যদিও ভারতীয় দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দলের কোনও খেলোয়াড়ই তাঁর সঙ্গে দেখা করতে চান না।‌ কোনও রকম বিতর্ক এড়াতেই মালিয়াকে পত্রপাঠ না করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.