Header Ads

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার প্রভাবে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উপকূলের জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ায় নাজেহাল শহরবাসী। তবে একেবারে নিস্তার এখনই মিলছে না। শনিবার দুপুরের পর থেকে আকাশ অন্ধকার হয়ে এসেছে। তাই বজ্রবিদ্যুত্‍ সহ-বৃষ্টিপাতে ফের ভাসবে দক্ষিণবঙ্গও বলে আশঙ্কা করা হচ্ছে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরপ্রদেশ, অসম বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। রাজ্যে আরও দু'দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.