Header Ads

এটিএম জালিয়াতি কাণ্ডের কিনারা করল কলকাতা পুলিশ। গ্রেপ্তার ২

নজরবন্দি ব্যুরো: এটিএম জালিয়াতি কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার দুই রোমানিয়ান নাগরিক। আজ তাদের পেশ করা হবে আদালতে। কয়েকদিন তদন্ত চালাবার পর সাফল্যের মুখ দেখল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। যা গঠিত হয়েছিল সম্প্রতি কলকাতার একাধিক ব্যাঙ্ক থেকে শতাধিক লোকের কার্ড ক্লোন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার পর।


ক্লোন করা কার্ডগুলো ব্যবহার করে যে টাকা তোলা হয়েছে মূলত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিল্লির এটি এম থেকে। আর সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দিল্লি রওনা দিয়েছিল কলকাতা পুলিশের একটা টিম । ওখানে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কাউন্টারে নজর রাখা শুরু করে ওই তদন্তকারী দল। আর ওখান থেকে গ্রেফতার করা হয় ওই দুই রোমানিয়ানকে

ছ'সাত ঘন্টার অপেক্ষার পর ফল মিলল। কলকাতার যে এটিএম গুলো থেকে টাকা লোপাট হয়েছিল, তার প্রত্যেকটির সিসিটিভি ফুটেজ ঘেঁটে মিলেছিল দুষ্কৃতীদের অবয়ব সম্পর্কে ধারণা।হুবহু সেই অবয়বের দু'জনকে দিল্লির মুনিরকার কাছে একটি এটিএম কাউন্টারের কাছে দেখা গেল। ঢুকছেন টাকা তুলতে। তখনই তাদের গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, তাদের একজন হলেন ক্যালিন দিমিত্রু এবং অপরজন হলেন ওভিডিউ সিমিয়ন। তাদের কাছে পাওয়া গিয়েছে বেশ কিছু ভুয়ো এটিএম কার্ড,  দাবি কলকাতা পুলিশের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.