Header Ads

নীরব মোদিকে দেশে প্রত্যাপর্ণের জন্য বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রক অনুরোধ পাঠাল ব্রিটেন সরকারকে।


নজরবন্দি ব্যুরোঃ  ব্রিটেন থেকে নীরব মোদিকে এ দেশে প্রত্যাপর্ণের জন্য বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ব্রিটেনে অনুরোধ পাঠানো হয়েছে। লন্ডনের ভারতীয় দূতাবাসের বিশেষ কূটনৈতিকবিদরা এই অনুরোধ পাঠিয়েছে ব্রিটেন সরকারের কাছে।
গত শুক্রবার রাজ্যসভায় বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং এমনই জানালেন। পাঞ্জাব ন্যাশনল ব্যাঙ্কের ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতি কাণ্ডে মোস্ট ওয়ান্টেড নীরব মোদি, কেন্দ্রীয় গোয়েন্দাদের ফাঁকি দিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। ভিকে সিং রাজ্যসভায় জানান, ইতিমধ্যেই ১৯৬৭-এর পাসপোর্ট আইনের ১০(‌৩)‌ ধারা অনুযায়ী নীরব মোদির পাসপোর্ট এ বছরের ১৬ ফেব্রুয়ারি রদ করে দেওয়া হয়েছে।

 এই তথ্য সিবিআই জানিয়ে দিয়েছে ইন্টারপোলকেও। বিদেশে পালিয়ে বেড়ানোর জন্য মোদি যে পাসপোর্ট ব্যবহার করছে তা ভুয়ো বলেও জানানো হয় রাজ্যসভায়।
তাই এই অপরাধীর দেশে ফেরা প্রয়োজন। সেকথা মাথায় রেখেই লন্ডনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই অনুরোধ ব্রিটেন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। ভিকে সিং জানান, এই অনুরোধ পাঠিয়েছেন দূতাবাসের বিশেষ কূটনীতিকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.