বিধ্বস্ত কেরলের পাশে মোহনবাগান।
নজরবন্দি ব্যুরোঃ বন্যা বিধ্বস্ত কেরলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল মোহনবাগান। কেরলের ভয়াবহ বন্যার পর ঘুরে দাঁড়ানোর লড়াই চলেছে
সেই লড়াইয়ে কেরলের পাশে দাঁড়াতে চাইছেন বাগান ফুটবলার-রা। সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেন শিল্টন-ডিকারা। সেখানে ঠিক হয়েছে লিগের সব ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে কেরলের ত্রাণ তহবিলে। এছাড়াও ফুটবলাররা নিজেদের সামর্থ্য মতো আর্থিক সাহায্যও করবেন।পরের হোম ম্যাচে মোহনবাগান মাঠে বক্স রাখা থাকবে।
সেখানে মোহনবাগান সমর্থকরা নিজেদের সামর্থ্যমত আর্থিক সাহায্য করতে পারবেন। সেই অর্থও পৌঁছে দেওয়া হবে কেরালার ত্রাণ তহবিলে।
কোন মন্তব্য নেই