Header Ads

নির্বাচন কমিশনকে চিঠি মমতার।


নজরবন্দি ব্যুরোঃ  ২৭ আগস্ট- নির্বাচনী সংস্কার নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিঠিতে লোকসভায় এক-‌তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের দাবিও জানিয়েছেন তিনি
মমতা জানিয়েছেন, আইন না থাকলেও শুধু সদিচ্ছা থাকায় লোকসভা থেকে ত্রিস্তর পঞ্চায়েত- সর্বত্র তৃণমূলের মধ্যে মহিলা প্রতিনিধিত্ব এক-‌তৃতীয়াংশেরও বেশি লোকসভায় তা ৩৫.‌২৯ শতাংশ পঞ্চায়েতের প্রতিটি স্তরে ৫০ শতাংশ আসন তো রাজ্যে এমনিতেই সংরক্ষিত 


মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, অর্থবল পেশিশক্তি ভোটের ফলাফল নিয়ন্ত্রণ করছে তার ফলে ধনী গরিব রাজনৈতিক দলের মধ্যে অসম লড়াই হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত কমিশনকে তিনি বলেছেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হলেও দলগুলোর জন্য তেমন নিয়ম না থাকায় ধনী দলগুলো সুবিধা পায় তাই দলের জন্যেও ঊর্ধ্বসীমা নির্ধারণ করুক কমিশন 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.