Header Ads

মালাইকার সঙ্গে খোশ মেজাজে অর্জুন! ভিডিও ঘিরে তোলপাড় বলিউড!


নজরবন্দি ব্যুরোঃ  সলমনের ভাই আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছু কথা শোনা যায়। অর্জুন-সলমনের সম্পর্ক খারাপ এই ঘটনার জন্য।তবে এনিয়ে কোনও দিনই মুখ খোলেননি অর্জুন বা মালাইকা
উপরন্তু তাঁরা বহুবার তাঁদের সম্পর্কের কথা ধামাচাপা দিতে চেয়েছেন বলেও মত অনেকের তবে এবার এক ফ্যাশন শো-তে একসঙ্গে পাশাপাশি বসে খোশ মেজাজে সময় কাটাতে দেখা গেল অর্জুন কাপুর মালাইকা অরোরাকে অর্জুনের সঙ্গে এদিন ছিলেন তাঁর বোন জাহ্নবী খুশি কাপুর আর অর্জুনের আর এক পাশে বসে ছিলেন মালাইকা অরোরা

শোনা গিয়েছিল, মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘিরেই আরবাজের সঙ্গে নাকি বিচ্ছেদের রাস্তায় যান মালাইকা এবার যে ভিডিও নিয়ে আবার নতুন করে তোলপাড় বলিউড দেখুন সেই ভিডিও। নিচের লিঙ্কে ক্লিক করে।



https://instagram.com/p/Bm6JyaVHyOQ/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.