আদালতের নির্দেশে আটকে গেল 'মুল্ক' ছবির মুক্তি।
নজরবন্দি ব্যুরো : ঋষি কাপুর ও তাপসী পান্নু অভিনীত হিন্দি ছবি 'মুল্ক' এর মুক্তির উপর অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ দিল মুম্বাই আদালত। বন্দনা পুনওয়ানি নামে এক মহিলার আবেদনের উপর ভিত্তি করে এই স্থগিতাদেশ দেয় আদালত।
জানা গিয়েছে ছবিটির সাথে বেনারস মিডিয়া ওয়ার্কস লিমিটেড নামে প্রডাকশন ও এন্টারটেইনমেন্ট এজেন্সির সঙ্গে সম্পর্ক রয়েছে। ওই এজেন্সির কাছে টাকা পান ওভিযোগ কারিণী এবং তা তিনি প্রমাণ করেন আদালতে। টাকার পরিমান ৫০ লাখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ব্যানারসের ওই হাউস। ছবিটি মুক্তি পাবার কথা ছিল আগামী ৩রা আগস্ট। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২রা আগস্ট।
জানা গিয়েছে ছবিটির সাথে বেনারস মিডিয়া ওয়ার্কস লিমিটেড নামে প্রডাকশন ও এন্টারটেইনমেন্ট এজেন্সির সঙ্গে সম্পর্ক রয়েছে। ওই এজেন্সির কাছে টাকা পান ওভিযোগ কারিণী এবং তা তিনি প্রমাণ করেন আদালতে। টাকার পরিমান ৫০ লাখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ব্যানারসের ওই হাউস। ছবিটি মুক্তি পাবার কথা ছিল আগামী ৩রা আগস্ট। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২রা আগস্ট।

No comments