Header Ads

মধ্যবিত্তের ঘাড়ে আবার বোঝা, বাড়ল গ্যাসের দাম।


নজরবন্দি ব্যুরোঃ ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম আবার বাড়ল সিলিন্ডার পিছু বেড়েছে .৭৬ টাকা অন্যদিকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৩৫.৫০টাকা মঙ্গলবার মধ্যরাত থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে
কর সংক্রান্ত কারণ আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য কমে যাওয়াতেই এই বৃদ্ধি বলে জানা গিয়েছেজুলাই মাসের শুরু থেকে দিল্লিতে ১৪.২কেজির ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হয়েছিল ৪৯৬.২৬ টাকা। অন্যদিকে ১৪. কেজির ভর্তুকি বিহীন সিলিণ্ডারের দাম ছিল দিল্লিতে ৭৫৪ টাকা  অগাস্ট থেকে বর্ধিত মূল্য যুক্ত হয়ে তা হবে যথাক্রমে ৪৯৮.০২ টাকা ৭৮৯.৫০ টাকা

 ফলে গ্রাহকরা ভর্তুকি বাবদ জুলাইয়ে যেখানে পেতেন ২৫৭.৭৪ টাকা, সেখানে অগাস্টে পাবেন ২৯১.৪৮ টাকা করে। বিদেশের বাজারে গ্যাসের দাম যাওয়ায় ভর্তুকি বিহীন গ্যাসের দাম দিল্লিতে বাড়তে চলেছে সিলিন্ডার পিছু ৩৫.৫০ টাকা
 তবে এই নিয়ে বিরোধীদের প্রশ্ন বিদেশের বাজারে যখন গ্যাসের দাম কমে তখন এখানে কেন কমেনা গ্যাসের দাম?


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.