দিলীপ ঘোষকে জরুরি তলব দিল্লিতে, কেন এই তলব?
নজরবন্দি ব্যুরো: হঠাৎ-ই দিল্লিতে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলের প্রশ্ন হঠাৎ এই তলব কেন? মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
এই রাজ্যে এনআরসি ইস্যুকে কাজে লাগিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। পাল্টা কর্মসূচি নিয়ে অবস্থান ঠিক করতে এই জরুরি তলব বলে মনে করেন অনেকে।
এছাড়া এই রাজ্যে বিজেপির উদ্যোগে রাজ্যে যে রথযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে, সে সম্পর্কেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে।
এছাড়া চলতি মাসের ১১ তারিখে কলকাতায় সভা করবেন অমিত শাহ। সে সম্পর্কেও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।
এই রাজ্যে এনআরসি ইস্যুকে কাজে লাগিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। পাল্টা কর্মসূচি নিয়ে অবস্থান ঠিক করতে এই জরুরি তলব বলে মনে করেন অনেকে।
এছাড়া এই রাজ্যে বিজেপির উদ্যোগে রাজ্যে যে রথযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে, সে সম্পর্কেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে।
এছাড়া চলতি মাসের ১১ তারিখে কলকাতায় সভা করবেন অমিত শাহ। সে সম্পর্কেও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।

No comments