একাদশ -দ্বাদশের দ্বিতীয় কাউন্সেলিং কবে? পড়ুন
নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তর সমস্যা এই রাজ্যে। তবে কিছু দিন আগে শিক্ষক নিয়োগ নিয়ে কিছুটা ইতিবাচক পদক্ষেপ ইয়েছে কমিশন। একাদশ -দ্বাদশের কাউন্সেলিং শেষ করেছে তারা।
সূত্রের খবর, দ্বিতীয় কাউন্সেলিং এর নোটিশ জারি হতে পারে চলতি মাসের ২০ ও ২১ তারিখ নাগাদ। দ্বিতীয় কাউন্সেলিং শুরু হতে পারে ২৭ ও ২৮ তারিখ নাগাদ।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে কিছুদিন আগে কাউন্সেনিং হয় একাদশ-দ্বাদশের।
কিন্তু ওই কাউন্সেলিং-এ অনেকে উপস্থিত হয়ে স্কুল সিলেকশন বাতিল করে। আর ওই বাতিলের সংখ্যা নেহাত কম ছিলনা। আর এর ফলে ক্লাস একাদশ ও দ্বাদশের ওয়েটিং-এ থাকা প্রার্থীদের দ্বিতীয় কাউন্সেলিং-এ ডাক পাবার একটা সুযোগ তৈরি হয়।
তবে এই দ্বিতীয় কাউন্সেলিং হবার কথা ছিলো আরও কিছুদিন আগে। কিন্তু কেনও সেই কাউন্সেলিং পিছিয়ে গেলো তার কারণ জানা যায়নি।

No comments