আজ অমিত শাহের সভা মেয়ো রোডে। ভোজে মাতলেন গেরুয়া সমর্থকরা!
নজরবন্দি ব্যুরোঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কলকাতার মেয়ো রোডে তাঁর সভা রয়েছে আজ।
সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা ভিড় জমালেন ময়দান, গোষ্ঠ পাল সরণি এলাকায়। বিশাল বিশাল কড়াইতে চললো রান্না। সভায় যাওয়ার আগে পেট পুরে খেলেন বিজেপি সমর্থকরা। মেনুতে ছিল কোথাও সয়াবিন ভাত, আবার কোথাও ডিম ভাত।

No comments