রাজ্যে আবার ভাঙলো নির্মীয়মান উড়ালপুল। এবার শিলিগুড়িতে!
নজরবন্দি ব্যুরোঃ আবার রাজ্যে ভেঙে পড়লো নির্মীয়মাণ উড়ালপুল। শিলিগুড়ির ফাঁসিদেওয়ার কানকিভিটায় ভোর রাতে ভেঙে পড়ে উড়ালপুলটি। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রায় আট ঘন্টা অবরোধ করে রাখা হয় ৩১ডি জাতীয় সড়ক। কয়েকদিন আগেই কাজ শেষ হয় ওই উড়ালপুলের। কাজ করছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া। ফোর লেনের কাজ চলছিল। ভোররাতে হঠাৎই ভেঙে পড়ে উড়ালপুল। ইঞ্জিনিয়ারদের দাবি, লরির ধাক্কায় ভেঙে পড়েছে উড়ালপুলটি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা। এদিকে রাস্তা খারাপ থাকায় বেশ কয়েকটি লরি উলটে যায়। সকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল।

No comments