পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে হেরেও নৈতিক জয়ের আশায় সিপিআই(এম)!
নজরবন্দি ব্যুরো:আদালতে হারলেও আইনি লড়াইয়ে এখনও হাল ছাড়তে না রাজ বিরোধীরা। এই প্রসঙ্গে সিপিআই(এম) নেতা রবীন দেব জানিয়ে দিলেন বিরোধীদের এখনও সুযোগ রয়েছে আদালতে।
সুপ্রিম কোর্টের পঞ্চায়েত রায়ে আইনি লড়াইয়ের দিক খোলাই রেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেও লড়াই যে এখনও চলবে, তার হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিপিআই(এম) নেতা রবীন দেব।
তিনি বলেন, সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা চলল অনেক দিন ধরে। মোটামুটি প্রায় চারমাস পরে সুপ্রিম কোর্টের এই পঞ্চায়েত মামলা নিয়ে রায় দেয়। আর এই রায়ের ফলে নজিরবিহীন ঘটনা ঘটে গেল রাজ্যে। নির্বাচন হল মে মাসে আর তার ফল প্রকাশ হচ্ছে আগস্ট মাসে। রাজ্যের ইতিহাসে কেন, গোটা দেশের নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে খুব কম। শুধু তাই নয়, সিপিআই(এম) নেতার কথায়, সুপ্রিম কোর্টের শুনানিতে হল একরকম, আর তার রায় বের হল পুরোপুরি আলাদা। শুনানির সময় শাসকদল থেকে শুরু করে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে কোর্ট। বিরোধীদের অভিযোগ যে ভিত্তিহীন ছিল না, তা সুপ্রিম কোর্টর শুনানিতে বারবার প্রমাণ হয়েছে। তবু রায় হল ভিন্নরকম। তবে এখনও পঞ্চায়েতের লড়াই শেষ হয়ে যাচ্ছে না! সুপ্রিম কোর্টর রায়েই তাঁদের হাতে সুযোগ করে দিয়েছে। আইনজীবীদের সঙ্গে কথা বলেই তাঁরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

No comments