Header Ads

আমিরশাহির অর্থ সাহায্যের খবর কোথা থেকে পেলেন বিজয়ন? জানতে চায় বিজেপি নেতৃত্ব।

নজরবন্দি ব্যুরো: প্রায় এক সপ্তাহ ধরে বন্যাবিধ্বস্ত কেরলকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।
আর এই খবর কোথা থেকে জানতে পারলেন পিনারাই বিজয়ন? কেরলের মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করল বিজেপি নেতৃত্ব। কেরল বিজেপির রাজ্য সভাপতি পিএস শ্রীধরন পিল্লাই বলেন,'' পুরো বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চালানো হয়েছে বিদ্বেষপূর্ণ প্রচার''।

যোগসাজশের অভিযোগ তুলে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, ''বিদেশের অলীক অনুদান নিয়ে উত্সব করে প্রকাশ্যে এসে গিয়েছে বামপন্থী ও ইসলামিকদের আঁতাঁত। আদর্শগত বিভেদের কারণে সেবাভারতীর মতো সংস্থার অনুদান প্রত্যাখ্যান করেছে কেরল''।
তবে এই বিতর্কিত বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত আহমেদ আলবানা এক জনপ্রিয় সংবাদপত্রকে জানিয়েছেন, ''আর্থিক সাহায্য নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা এখনও হয়নি। বন্যার পর কত ত্রাণ দরকার, তা নিয়ে এখনও অলোচনা চলছে। তার আগে কোনও আর্থিক সাহায্যের পরিমাণ চূড়ান্ত করা উচিত নয়''।       

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.