Header Ads

শুভেন্দুর গড়ে হুঙ্কার বাম-বিজেপির!

নজরবন্দি ব্যুরো: এবার তৃণমূলকে ঠেকাতে এক হয়ে গেল  বিজেপি ও সিপি আই(এম)। পূর্ব মেদিনীপুরের রামনগরে তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপি আই(এম)কে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল গেরুয়া বাহিনী।
এমনকি বেশি আসনে জিতেও তারা পঞ্চায়েত প্রধানের পদ ছেড়ে দিল সিপি আই(এম) এর একমাত্র সদস্যকে। উপপ্রধানের পদ নিলেন নির্দল প্রার্থী। এই ভাবে আজ তৃণমূলের সমস্ত আক্রমণ প্রতিহত করে মন্ত্রী শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলকে রুখে বিশেষ বার্তা দিল বাম- বিজেপি।

এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩টি। যার মধ্যে তৃণমূল পায় ৬টি আসন। বিজেপির পায়  ৪ টি, সিপিআই(এম) ১টি ও নির্দল ২টি আসন পায়। বিজেপি দাবি করে, বিরোধীরা একজোট হয়েছে, তাদেরই বোর্ড গঠনের সুযোগ দেওয়া হোক। সেইমতো ১৩ সদস্যের পঞ্চায়েতে বিরোধী জোটই সংখ্যাগরিষ্ঠ হয়। আজ এই বোর্ড গঠন করে সিপিআই(এম)-বিজেপি-নির্দলের মিলিত শক্তি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.