Header Ads

বাংলাকে অপমান করছে বিরোধীরা: মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: বিজেপি, সিপিএম ও কংগ্রেস এই তিন বিরোধী দল বাংলাকে অসম্মান করছে। পঞ্চায়েত মামলা বিতর্ক নিয়ে শীর্ষ আদলতের রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আজ,শুক্রবার পঞ্চায়েত মামলায় শীর্ষ আদলতের রায়ে জয় হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের।আদালত জানিয়ে দিয়েছে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনে পুনরায় ভোট হবে না। এর ফলে জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠনে কোনও বাঁধা রইল না।
 নবান্নে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মিথ্যে কথা বলে নিজেদের রাজনৈতিক স্বার্থে বিরোধীরা নিরবিচ্ছিন্নভাবে বাংলাকে অপমান করছে।  আজ কোর্টের রায়ে তা আবার প্রমাণ হয়ে গেল। ’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.