২০১৯ -এ দেখে নেব কার কত কব্জির জোর: দিলীপ ঘোষ
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত মামলায় জোর ধাক্কা বিরোধী শিবিরে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, নতুন করে কোনও ভোট আর নয়।
এই রায়ের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' রাজ্যে হিংসা এড়াতেই আদালত এটা মেনে নিয়েছে।' তাঁর দাবি, রাজ্যসরকার ও রাজ্য নির্বাচন কমিশনের ওপর সুপ্রিমকোর্টের আস্থা না থাকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আদালত। এর পরে তিনি আরও বলেন , এই রায় বিরোধী শিবিরকে বাড়তি মাইলেজ দিয়েছে বলেও মানেন না তিনি। রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, বিরোধীরা ২০১৯ -এর সুষ্ঠু নির্বাচনে জিতে দেখাক আগে। পাশাপাশি তাঁর দাবি, 'রাজনৈতিক পরাজয় আদলতে হয় না, মাঠে হয়। ২০১৯-এ কার কত কব্জির জোর দেখে নেব আমরা।'

No comments