রাজ্যে গণতন্ত্রের হত্যা হল! সমালোচনা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
নজরবন্দি ব্যুরো: বিরোধী শিবিরের পঞ্চায়েত মামলার আবেদনে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্টের রায়। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়েছে, নতুন করে কোনও ভোট আর নয়।
পঞ্চায়েতের চূড়ান্ত মামলায় সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান, সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য। কিন্তু তা বলে এটা হতে পারে না , সুপ্রিম কোর্টের উপরে কোনও সত্যি নেই। এটা আমরা দৃঢ়তার সঙ্গে দাবি করছি যে, রাজ্যে গণতন্ত্রের হত্যা করা হয়েছে।
অধীর বাবুর কথায়, সুপ্রিম কোর্টের এদিন রায়ের পর রাজ্যের শাসক দল এটাকে বিরাট জয় বলে ব্যাখ্যা করবে, এটাই স্বাভাবিক ধারণা। তৃণমূলের হাসি বাড়ল এই রায়ের ফলে, এটা নিশ্চিত। কিন্তু আদতে রাজ্যে গণতন্ত্রের হত্যা হল। কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট একেবারেই সম্ভব নয়। সুপ্রিম কোর্ট রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আগেও এই একই কথা জানিয়েছে।

No comments