আদালতে বড় জয় শাসক দলের! রাজ্যের বিভিন্ন জায়গায় সবুজ আবীর খেলায় মাতেন শাসক দলের কর্মী-সমর্থকরা।
নজরবন্দি ব্যুরো: বিরোধী শিবিরের পঞ্চায়েত মামলার আবেদনে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্টের রায়। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়েছে, নতুন করে কোনও ভোট আর নয়।
পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়ী প্রার্থীদের নামও ঘোষণা করা যাবে বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি বিরোধীদের ইলেকশন পিটিশন দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। অনলাইনে বা হোয়াটসঅ্যাপে নমিনেশন দেওয়ার যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাও এদিন বিবেচনার মধ্যে রাখেনি আদালত। কারণ পঞ্চায়েত আইনে এমন কোনও কথা বলা নেই।
এদিনের রায়ের ফলে মোট যে ২০ হাজার আসনে ভোট হয়নি সেই ৩৪ % আসনে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এখন আর নাম প্রকাশ করতে কোনও বাধা থাকলো না।
আদালতের আজকের এই রায়ের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় সবুজ আবীর খেলায় মাতেন শাসক দলের কর্মী, সমর্থকরা। কলকাতায় তৃণমূল মহাসচিব বলেন, ‘‘বিরোধীরা উন্নয়ন স্তব্ধ করতে চেয়েছিল। আদালতের রায়ে তা আর সম্ভব নয়।’’ বিরোধীদের দাবিকে কুৎসা বলে দাবি করতেন শাসক শিবিরের নেতারা। আদালতের রায়ে সেই দাবি কার্যত মান্যতা পেল বলে মত তৃণমূল নেতৃত্বের।

No comments