Header Ads

অধীর চৌধুরীর সামনেই হাতাহাতিতে জড়ালেন ছাত্র-নেতারা!



নজরবন্দি ব্যুরো: গোষ্ঠী কোন্দলের ছায়া এবার ছাত্রদের মধ্যে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর উপস্থিত থাকা কালিন নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়াল ছাত্র পরিষদের দুই শিবির। গোটা ঘটনায় অস্বস্তিতে রাজ্য কংগ্রেস।


মঙ্গলবার মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অধীর চৌধুরী যখন বক্তব্য রাখছিলেন তখনই ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। সেই গণ্ডগোল মুহূর্তে পৌঁছে যায় হাতাহাতিতে।
প্রদেশ সভাপতি ছড়াও উপস্থিত ছিলেন এআইসিসি-র পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গৌরব গগৈ। হঠাৎ ওই দৃশ্য দেখে হতবাক হয়ে যান উপস্থিত কংগ্রেস নেতারা। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.