এটিকে-র ঘরে নতুন ব্রাজ়িলিয়ান স্ট্রাইকার।
নজরবন্দি
ব্যুরোঃ
ব্রাজ়িলিয়ান স্ট্রাইকার এভারটন স্যান্টোসকে সই করালো এটিকে। ৩১ বছর বয়সি ফুটবলারটি গত বছর মুম্বই সিটি FC-র হয়ে ISL-এ খেলেছেন।
ব্রাজ়িলের
সাও
জোস
ইসির
যুব
দলের
হয়ে
ফুটবল
কেরিয়ার
শুরু
করা
এভারটন
স্যান্টোস
প্যারিস
সেন্ট
জার্মেইনের
হয়ে
খেলেছেন।
২০১১
সালে
দক্ষিণ
কোরিয়ার
K লিগে
খেলতে
বিখ্যাত
ক্লাব
সিওনগাম
আইওয়া
চুনমা
ক্লাবে
যোগ
দিয়েছিলেন।
পরে
এভারটন
স্যান্টোস
কোরিয়া
লিগের
FC সিওল
এবং
উলসান
হুন্ডাইতে
খেলেছেন
তিনি।
কোন মন্তব্য নেই