Header Ads

এটিকে-র ঘরে নতুন ব্রাজ়িলিয়ান স্ট্রাইকার।


নজরবন্দি ব্যুরোঃ ব্রাজ়িলিয়ান স্ট্রাইকার এভারটন স্যান্টোসকে সই করালো এটিকে ৩১ বছর বয়সি ফুটবলারটি গত বছর মুম্বই সিটি FC- হয়ে ISL- খেলেছেন
ব্রাজ়িলের সাও জোস ইসির যুব দলের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করা এভারটন স্যান্টোস প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে খেলেছেন। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার K লিগে খেলতে বিখ্যাত ক্লাব সিওনগাম আইওয়া চুনমা ক্লাবে যোগ দিয়েছিলেন। পরে এভারটন স্যান্টোস কোরিয়া লিগের FC সিওল এবং উলসান হুন্ডাইতে খেলেছেন তিনি 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.