Header Ads

বন্ধ হয়নি মালঞ্চ সিনেমা। ৩১ অগাস্ট হিন্দি ছবি স্ত্রী দিয়ে শুরু হবে মালঞ্চর নতুন যাত্রা।


নজরবন্দি ব্যুরোঃ ১৪ অগাস্ট শেষ দেখানো হয়েছিল ছবি তারপর আর কোনও ছবি দেখানো হয়নি অনেকেই ভেবে নিয়েছিলেন, বন্ধ হতে চলেছে মালঞ্চ সিনেমা হল
কিন্তু, সেই গুঞ্জনে জল ঢেলে এক নিউজ পোর্টাল কে  মালঞ্চ মালিকপক্ষ জানাল, মেরামতির কাজ চলছিল সেকারণে নতুন সিনেমা দেখানো হচ্ছিল না ৩১ অগাস্ট থেকে দেখানো হবে নতুন শো ৩১ অগাস্ট হিন্দি ছবি স্ত্রী দিয়ে শুরু হবে মালঞ্চর নতুন যাত্রা দেখানো হতে পারে ধর্মেন্দ্র অভিনীত ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে 


কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.