Header Ads

মুখ্যমন্ত্রীর নির্দেশ। বনধ ডেকেও সেই বনধ প্রত্যাহার করলো তৃণমূল।

নজরবন্দি ব্যুরোঃ বুধবার ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা প্রত্যাহার করে নিল তৃণমূল।
মঙ্গলবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন এবং প্রধান নির্বাচনের সময় ব্যাপক গন্ডগোল বাধে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। খৈরুল আলম নামে এক তৃণমূল কর্মীর গুলি লাগে। মৃত্যু হয় তার। জখম হন আরও প্রায় ২৩ জন তৃণমূল কর্মী সমর্থক। এর পরেই চোপড়া ব্লক তৃণমূলের তরফে ১২ ঘন্টার বনধ ডাকা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে জাতীয় সড়ক অবরোধেরও হুমকি দেওয়া হয়। আজ সকাল থেকেই এলাকা জুড়ে ছিল বনধের চিত্র।

 দোকানপাট থেকে স্কুল-কলেজ, সবই বন্ধ ছিল। কিন্তু সেই বন্ধ তুলে নিতে হল তৃণমূলকে। মুখ্যমন্ত্রী চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে নির্দেশ দেন বনধ প্রত্যাহার করে নেওয়ার। সেই সাথে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপরেই আজ মাইকিং করে বনধ তুলে নেওয়া হয়। আজ সকালে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.