Header Ads

'লবি নয়, কাজ চাই', ঘোষণা মুখ্যমন্ত্রীর।


নজরবন্দি ব্যুরো: লবি করার দরকার নেই, কাজ করুন মন দিয়ে। কাজই হবে পরিচয়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে রাজ্যের ছাত্র-যুবদের প্রতি এভাবেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি নিজের জীবন-দর্শনের কথা তাদের কাছে উদাহরণ হিসাবে তুলে ধরেন। বলেন, ভালো কাজ করলে তার প্রতিফল আপনি পাবেনই। মনে রাখবেন উন্নততর চরিত্র তৈরি করাই আসল কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কুৎসার কাছে আত্মসমর্পণ করবেন না। আমি সেই ধরনের কর্মী দের কেই দলে রাখতে চাই। যে কর্মী টাকার কাছে নিজেকে বিকিয়ে দেবে না।

তেমন নিঃস্বার্থ কর্মীই আমি চাই। মনে রাখবেন টাকা সাময়িক, কর্তব্যনিষ্ঠাই সবার আগে। কর্তব্যনিষ্ঠ হলেই আপনারা ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে উঠবেন। আপনারাই পুরসভা-পঞ্চায়েত চালাবেন, রাজ্য-দেশ চালাবেন। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, সিপিআই(এম)র হার্মাদরাই এখন বিজেপির জল্লাদে রূপান্তরিক হয়েছে। বিজেপির আমলে দাঙ্গার দাম বেড়ে গিয়েছে। সেই কারণেই বড় বড় জালিয়াতির ঘটনা ঘটেছে। বিজেপির আমলে সবথেকে বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে, প্রায়  ১৪.৭ লক্ষ কোটি টাকার ।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.