Header Ads

খাদ্য-মন্ত্রীর গড়ে ফুটল পদ্ম! চিন্তায় রাজ্যের শাসক দল।


নজরবন্দি ব্যুরো: গ্রাম পঞ্চায়েতে উত্তর ২৪ পরগনা জেলায় নিজেদের অস্তিত্ব জানান দিলো বিজেপি। ইতিমধ্যেই গাইঘাটা ব্লকের ধর্মপুর ২ গ্রাম পঞ্চায়েত এবং বাগদার কনিয়ারা ২ গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। বিজেপির এই ফলে চিন্তা বেড়েছে তৃণমূলের অন্দর।


 পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে জেলার ১৯৯ টি গ্রাম পঞ্চায়েতের সবকটা তৃণমূলের দখলে আনার কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু কার্যক্ষেত্রে সেটা করা খুবই কঠিন তা জানত জেলার তৃণমূল নেতৃত্ব। তবে এর মধ্যে একাধিক জায়গায় পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠনে চিন্তা বেড়েছে রাজ্যের শাসক দলের অন্দরে।
 তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গাইঘাটার ধর্মপুর ২ গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। সোমবার পঞ্চায়েত বোর্ড গঠনের সময় ১৬ টি আসনের মধ্যে ৯-৭ ব্যবধানে জিতে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন বিজেপির নীলাদ্রি ঢালি। নির্বাচনে ১৬ আসনের মধ্যে বিজেপি আটটি, তৃণমূল ছটি এবং নির্দল দুটি আসন পায়। এখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে বিজেপিকে আরও একটি আসন পেতে হত। সেই জায়গায় এক নির্দল সদস্য বিজেপিতে যোগ দেন। আর তার ফলেই জয় ছিনিয়েনেয় বিজেপি।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.