Header Ads

আলুওয়ালিয়াকে ইঁদুরের সঙ্গে তুলনা করলেন মোর্চা নেতা!




নজরবন্দি ব্যুরো: দু'বার ভুল করেছি আমরা। আর সেই ভুল করতে রাজি নই। ভোটের আগে আপনারা আসেন। আর ভোট মিটলেই ইঁদুরের মতো পালিয়ে যান। সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে এই ভাবে আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার শিলিগুড়ি মহকুমা কমিটির সম্পাদক প্রতাপ লামা।


জানা গিয়েছে,  মোর্চার শিলিগুড়ি মহকুমা কমিটির পরিচয়পর্ব ছিল গতকাল। সেই উপলক্ষে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকও করেন মোর্চার নেতারা। বৈঠকে পরিচয় পর্ব শেষে সংগঠনের সম্পাদক প্রতাপ লামা বলেন, "ভোট আসলেই আমাদের মিথ্যে প্রলোভন দেখান। আর ভোট পেরলে ইঁদুরের মতো পালিয়ে যান। আমাদের দৌলতেই বিজেপি দু'বার পাহাড়ে ক্ষমতা দখল করেছে। আর সেই ভুল করব না আমরা।" তাঁর কথায়, "পাহাড়জুড়ে ১০৪ দিনের আন্দোলন চলেছিল। তখন আমরা অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। কিন্তু সে সময় আমাদের পাশে দাঁড়াননি উনি।"

এর পরে তিনি আরও বলেন, আপনি পাহাড়ের দিকে আর পা বাড়াবেন না। আমাদের সহ্যের বাঁধ ভাঙছে। এখন তো শুধুমাত্র কালো পতকা দেখিয়েছি আমরা। আগামী-দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন। সেক্ষেত্রে আমাদের বারবার জ্বালাতন করবেন না। আমাদের ভোট ব্যাঙ্ক ভাববেন না। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.